• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ফরিদপুরের তিনশ মন পাট বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড


ফরিদপুর প্রতিনিধি মার্চ ৫, ২০২৪, ০৬:০৭ পিএম
ফরিদপুরের তিনশ মন পাট বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে পাট বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর  আড়াইটার সময় উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ড এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকে পাট বোঝাই করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় নান্নু শেখ, কিনু মোল্লা, বিল্লাল শিকদারের একটি গোডাউন থেকে কিছু সংখ্যক লেবার ট্রাকে প্রায় সাড়ে তিনশো মন পাট লোড করতেছিল। পাট লোড করা শেষ হলেই হঠাৎই আগুন ধরে যায়। এর পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার আবু জাফর জানান, দুপুরের ২ টা ৪৪ মিনিটে তাদের কাছে ফোন যায় । এর পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি । তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

এমএস

Wordbridge School
Link copied!