• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১৩ গ্রামে রোজা শুরু


ফরিদপুর প্রতিনিধি মার্চ ১১, ২০২৪, ০৩:৪০ পিএম
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১৩ গ্রামে রোজা শুরু

ফরিদপুর: মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের মানুষ পবিত্র রোজা পালন শুরু করেছেন।  

এরই ধারাবাহিকতায় রোববার (১০ মার্চ) বাদ এশা ১৩টি গ্রামের কয়েক হাজার মুসলমান তারাবির নামাজ আদায় করেন এবং সোমবার (১১ মার্চ) ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেছেন।

স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাঁটাগড়, কলিমাঝি, বণ্ডপাশা, জয়দেবপুর ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম রোজা পালন শুরু করেছেন। তবে একদিন আগে যারা রোজা ও ঈদ উদ্‌যাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ জানান, শেখর ও পার্শ্ববর্তী রুপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের আংশিক মানুষ দীর্ঘদিন যাবত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদ্‌যাপন করে আসছেন। 

এমএস

Wordbridge School
Link copied!