• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

রেমালের প্রভাবে হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টি 


হিলি (দিনাজপুর) প্রতিনিধি মে ২৭, ২০২৪, ০৪:১৬ পিএম
রেমালের প্রভাবে হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টি 

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে ঘুুর্ণিঝড় রেমালের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রোববার (২৬ মে) রোদ ও তীব্র গরম থাকলেও আজকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেছে। তার সাথে বাতাশের গতিবেগ লক্ষ করা গেছে। তবে দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে কেউ ঘড় থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। কিন্তু সব থেকে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। 

কয়েকজন পথচারি বলেন, গতকাল থেকে বরগুনা সিলেট চট্টগ্রাম ও কক্সবাজারে ঘুর্নিঝড় হচ্ছে। তবে আমাদের হিলিতে আল্লাহর রহমতে তেমন কোনো ঝড় না হলেও আজকে থেকে হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে করে আমরা ঘড় থেকে বের হতে পারছিনা। 

কথা হয় কয়েকজন অটোচালকের সাথে তারা বলেন, গতকাল তীব্র রোদ ও গরম ছিল আজকে সকাল থেকে হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছি। কিছু ইনকাম হলেও দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে কোন যাত্রী পাচ্ছি না। রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে না। কেউ প্রয়োজন ছাড়া ঘড় থেকে বের হচ্ছে না। আমাদের ইনকাম না হওয়ায় আমরা বিপাকে পড়ে গেছি।

এসআই

Wordbridge School
Link copied!