• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

চিরনিদ্রায় শায়িত হলেন সাঈদ


রংপুর প্রতিনিধি জুলাই ১৭, ২০২৪, ১১:৪২ এএম
চিরনিদ্রায় শায়িত হলেন সাঈদ

ছবি : প্রতিনিধি

রংপুর: কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পুলিশের গুলিতে নিহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে(২৩) জানাজা শেষে দাফন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় পীরগঞ্জের মদনখালি ইউনিয়নের বাবনপুরের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ। জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া। এ সময় মানুষের ঢল নামে। 

এর আগে মঙ্গলবার রাতে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছে। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে যায়। সেখানে অপেক্ষমাণ ছিলেন শত শত মানুষ।

উল্লেখ্য যে,গতকাল দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ সংঘর্ষে তি‌নি নিহত হন।

এসআই

Wordbridge School
Link copied!