• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

নারীর গোসলের ভিডিও ধারণ, নেত্রকোনায় ২ ‘টিকটকার’ আটক


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৪:৫৬ পিএম
নারীর গোসলের ভিডিও ধারণ, নেত্রকোনায় ২ ‘টিকটকার’ আটক

নেত্রকোনা: নিজেদের মোবাইলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে দুই টিকটকার যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ওই দুই যুবককে জব্দকৃত মোবাইলসহ  থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল খান ও দ্বীন ইসলাম।

নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান জনৈক এক নারীর বাথরুমে গোসল করার আপত্তিকর দৃশ্য গোপনে নিজের মোবাইলে ধারণ করে। ওই নারী বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনাবাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী দীন ইসলামকেও আটক করে। 

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান, নারীর আপত্তিকর দৃশ্য ধারণ করার অভিযোগে ২ জনকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস
 

Wordbridge School
Link copied!