• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পানির স্রোতে ভেঙ্গে গেছে সেতু, ভোগান্তিতে মানুষ


জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর নভেম্বর ১৪, ২০২৪, ০৮:০১ পিএম
পানির স্রোতে ভেঙ্গে গেছে সেতু, ভোগান্তিতে মানুষ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে পানির স্রোতে ভেঙে পড়েছে রহমতখালী খালের উপর নির্মিত একটি সেতু। এতে চন্দ্রগঞ্জ-চরশাহী সড়কে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের পাঁচ হাজার শিক্ষার্থীসহ এ সড়কে যাতায়াতকারী লক্ষাধিক মানুষ। সেতুটি আকস্মিক ভেঙ্গে পড়ায় স্থগিত করা হয়েছে কলেজের প্রাক-নির্বাচনী পরীক্ষাও।

জানা গেছে, রোববার (১০ নভেম্বর) সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। এতে কলেজের ছাত্র-ছাত্রী ও সড়কে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে লক্ষাধিক মানুষ। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে রহমতখালি খালের উপর প্রায় তিন যুগ আগে স্থাপিত ৪০ মিটার দীর্ঘ কফিল উদ্দিন কলেজ সেতুটির মাঝখানের ৪টি পিলার নিচের দিকে ঢেবে যেতে থাকে। এ সময় সেতুর উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। হাঁটাচলাও বন্ধ। তাদের ধারণা, তিন যুগ আগে স্থাপিত এ সেতুটির পূর্ব পাশে কচুরি পানা ও আবর্জনা আটকে খালের স্রোত বাধাগ্রস্ত হয়ে যায়। প্রচন্ড স্রোতে সেতুর পিলারের নিচের মাটি সরে যাওয়ায় সেতুটির মাঝখানের ৪টি পিলার নিচের দিকে ঢেবে গিয়ে উপরের অংশও ভেঙ্গে পড়েছে। এ সময় সেতুর উপর মানুষ বা যানবাহন না থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি। 

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, সেতুটি আকস্মিক ভেঙ্গে পড়ায় কলেজের একাদশ শ্রেণীর সোম ও মঙ্গলবারের প্রাক-নির্বাচনী পরীক্ষা সহ শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেতুটির স্থানে দ্রুত চলাচলের ব্যবস্থা না করা হলে কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। ভোগান্তিতে পড়বে জনসাধারণও। এ ব্যাপারে তিনি দ্রুত যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Caption

এবিষয়ে লক্ষ্মীপুর উপজেলা এলজিইডির কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সেতুটি ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রাণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সেতুটি নির্মাণ কাজ শুরু করা হবে। 

এসএস

Wordbridge School
Link copied!