• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় মিললো ৫ পাইপগান


বরিশাল প্রতিনিধি: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:১৪ পিএম
বরিশালে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় মিললো ৫ পাইপগান

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার এ তথ্য জানান। 

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত রাতে রহমতপুর ও চাঁদপাশা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অপরাধীরা গ্রেফতার এড়াতে দেশীয় তৈরি ৫টি পাইপগান একটি ব্যাগে ভরে ফেলে রেখে যায়।

গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনে ব্যক্তিমালিকানাধীন পুকুরপাড়ে অভিযান চালায় এবং ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর দেশীয় তৈরি ৫টি পাইপগান পাওয়া যায়।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। এর সঙ্গে কারা জড়িত এবং পাইপগানের উৎস কী, তা তদন্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

আইএ

Wordbridge School
Link copied!