• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে কাঁচাবাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই


রাজশাহী ব্যুরো মার্চ ১৬, ২০২৫, ০৮:২৬ পিএম
রাজশাহীতে কাঁচাবাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

রাজশাহী: রাজশাহীতে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

আগুনের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে বেশিরভাগই ছিল কাঁচা সবজি ও মুদির দোকান। দুটি দোকান ছিল মুরগির। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও মার্কেটের ভেতরের অংশের দোকানগুলো অক্ষত রয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে দোকানগুলো বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির আসল পরিমাণ জানা যাবে।

আইএ

Wordbridge School
Link copied!