• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শহিদ সেলিমের কন্যা রোজার দায়িত্ব নিলো জামায়াতে ইসলামী


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ১৭, ২০২৫, ০৪:৩২ পিএম
শহিদ সেলিমের কন্যা রোজার দায়িত্ব নিলো জামায়াতে ইসলামী

ঝালকাঠি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সেলিম তালুকদার রমজানের কন্যা রোজার দায়িত্ব নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে রোজাকে দেখতে এসে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এই শিশুটি পরিবারের পক্ষ থেকে নাম রাখা হয়েছিল রোজা। আমরা ওর নাম দিচ্ছি সাইমা সেলিম। এই শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সঙ্গে থাকব সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। এই শিশুর লেখাপড়া, চিকিৎসাসহ তার বিবাহের দায়িত্ব জামায়াতে ইসলামীর।

ড. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়বো। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মানুষের দুঃখে সাড়া দিবে। এই বাংলাদেশে সরকার জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র গঠন করবে। কোরআনের ভিত্তিতে এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি।

তিনি বলেন, খুনিদের দ্রুত বিচার হোক, ন্যায় বিচার হোক। বিচার হলেই শহিদদের পরিবার ও দেশবাসী শান্তি পাবে। সরকার প্রত্যেক শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটা দেওয়া হলে পরিবারের জন্য উপকার হবে। এছাড়া আহত যারা আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের সংগঠন থেকে তৌফিক অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব।

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।

নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।

মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার ৪ দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না সন্তানের বাবা হবেন। 

গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে তার স্ত্রীর কন্যা সন্তান জন্ম হয়।

আইএ

Wordbridge School
Link copied!