• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে প্রাইভেট কার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা


চট্টগ্রাম ব্যুরো মার্চ ৩০, ২০২৫, ০১:০৩ পিএম
চট্টগ্রামে প্রাইভেট কার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা

চট্টগ্রাম : চট্টগ্রামে একটি প্রাইভেট কারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি চালিয়ে দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ মার্চ) ভোররাতে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় দুই জন আহতও হয়েছেন।

নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে।

আহতরা হলেন- রবিন ও হৃদয়।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, বাকলিয়া রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেট কারটিকে ধাওয়া করা হয়। পরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের সেটিকে থামিয়ে গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক বলেছেন, চট্টমেট্রো গ ১২-৯০৬৮ নম্বরের প্রাইভেট কারটিকে কয়েকটি মোটর সাইকেল বাকলিয়ার দিক থেকে ধাওয়া করে এক্সেস রোড দিয়ে চন্দনপুরার দিকে নিয়ে আসে।

পরে এক্সেস রোডের মুখে গাড়িটিকে দাঁড় করিয়ে সেটি লক্ষ্য করে পেছন থেকে ও পাশ থেকে গুলি করা হয় বলেও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

এ রিকশাচালকের ভাষ্য, সে সময় গাড়িতে থাকা লোকজন ‘বাঁচাও বাঁচাও’ বলে সাহায্যের আকুতি জানাচ্ছিলেন।

আরেকজন রিকশাচালক বলেন, ঘটনার সময় এক্সেস রোডের মুখে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকলেও গুলির কারণে সেটি দ্রুত চলে যায়।

ঘটনাস্থলে দেখা গেছে, এক্সেস রোডের মুখে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটির পেছনের কাচে গুলির চিহ্ন, চালকের আসন এবং পাশের ও পেছনে রক্তের ছোপ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার ছোট সাজ্জাদ ও বায়েজিদ এলাকার তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলার অনুসারীদের মধ্যে এ ঘটনা।

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটার কথা শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এমটিআই

Wordbridge School
Link copied!