• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ঈশ্বরদীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ০৬:৫৮ পিএম
আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ঈশ্বরদীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের

পাবনা: কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট ৮ দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঈশ্বরদী কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ আন্দেলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজেস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ধরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিণ শেষে আবারো ক্যাম্পাসে এসে তাদের অবস্থান কর্মসূচিতে যোগদান করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না করে এক জনও ক্লাসে ফিরতে চাননা। তাতে তাদের যে কোনো ধরনের প্রতিকূলতাকে পরাভূত করতে তারা সদা প্রস্তুত।

এআর

Wordbridge School
Link copied!