• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কু‌মিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু 


কুমিল্লা প্রতিনিধি এপ্রিল ২২, ২০২৫, ০২:১৮ পিএম
কু‌মিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু 

কুমিল্লা: ‌কু‌মিল্লায় সড়‌কে কাভার্ডভ‌্যা‌নের চাপায় ব‌্যবসায়ী ইমন সরকার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে কু‌মিল্লা রামমালা এলাকায় পা‌নির ট‌্যাংক-এর সাম‌নের সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সরকার রামপুর মইমান ভিলা ল্যাবরোটরি হোষ্টেলের পিছনের মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

এসময় পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত কভার্ডভ্যানটি জব্দ করা হয়। 

পুলিশ জানায়, সকালে রামমালা এলাকায় পা‌নির ট‌্যাংকির সাম‌নের সড়‌ক পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ইমন সরকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আইএ

Wordbridge School
Link copied!