• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৬ টাকা কেজি দরে ১৪ মন সরকারি বই বিক্রি, স্থানীয়দের হাতে জব্দ 


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ২২, ২০২৫, ০৮:০৩ পিএম
১৬ টাকা কেজি দরে ১৪ মন সরকারি বই বিক্রি, স্থানীয়দের হাতে জব্দ 

পিরোজপুর: ইন্দুরকানীতে ১৬ টাকা কেজি দরে মাদ্রাসার ১৪ মন সরকারি বই বিক্রি করার সময় জব্দ করেন স্থানীয়রা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে নূরিয়া দাখিল মাদ্রাসার মাঠে বই ভর্তি একটি পিকআপ দেখতে পান স্থানীয়রা। 

পিকআপে বই লোড দিচ্ছে ড্রাইভার ও বই ক্রেতা বাবুল শেখ। পাশেই ছিলেন মাদ্রসা সুপার মাওলানা ইউনুস আলী। ১৬ টাকা কেজি দরে ১৪ মণ সরকারি বই বিক্রি করেছেন মাদ্রসা সুপার। অবৈধভাবে বই বিক্রি হচ্ছে এটা বুঝে স্থানীয়রা পিকআপটি আটক করে গাড়িতে থাকা বইগুলো নামিয়ে রাখেন।

বই ক্রেতা মাদারীপুর থেকে আসা বাবুল শেখ বলেন, মাদ্রাসা সুপার আমাকে ফোন করে এনেছে। ১৬ টাকা কেজি দরে ১৪ মণ বই দিয়েছে। 

এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী জানান, ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমে মাদ্রাসার জমির খাজনার টাকা পরিশোধ করার জন্য মাদ্রাসার ফান্ড না থাকায় বই বিক্রি করেছি। 

স্থানীয় মোশারেফ গাজী বলেন, সকালে মাদ্রাসার সামনে বই ভর্তি একটি পিকআপ দেখলে স্থানীয় লোকজনকে ডাকা হয়। তখন সুপারের কাছে জিজ্ঞাসা করলে সভাপতি বই বিক্রি করতে বলছেন বলে জানান। এছাড়াও সুপারের বিরুদ্ধে বিগত দিনেও এভাবেই সরকারি বই বিক্রি করার অভিযোগ রয়েছে। 

মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসা খাজনা বকেয়া থাকায় বই বিক্রির টাকা দিয়ে সেটা পরিশোধ করা হবে। এর জন্য বইগুলো বিক্রি করা হয়েছে। 

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলী বলেন, এ বিষয়ে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রি করার অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআর

Wordbridge School
Link copied!