• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে সাংবাদিকের ছেলে অপহরণ করে মুক্তিপণ আদায়, প্রধান আসামি গ্রেফতার


পিরোজপুর প্রতিনিধি মে ৩, ২০২৫, ০৫:৪৪ পিএম
পিরোজপুরে সাংবাদিকের ছেলে অপহরণ করে মুক্তিপণ আদায়, প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ মে) অভিযুক্ত নাঈম শেখকে পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 

শুক্রবার (২ মে) রাতে উপজেলার শ্রীরাম কাঠি দক্ষিণ বন্দর থেকে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। অপহরণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো: নাঈম শেখ (৩০)।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, নাঈম শেখের নেতৃত্বে দুইজন ছাত্রকে অপহরণ করার ফলে তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অপহরণ মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক নম্বর আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত (১২ মার্চ) সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছিলেন। 

সাংবাদিক উথান মন্ডলের ছেলে উৎসব মন্ডল ও বন্ধু সাজ্জাদ হোসেনের সঙ্গে রাত আটটার দিকে মোটরসাইকেলে করে পিরোজপুর যাচ্ছিল এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছ থেকে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়। 

আইএ

Wordbridge School
Link copied!