• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মির্জাপুরে লোবেটের পিছনে পিকআপের ধাক্কা, চালকসহ ৩ জন নিহত


টাঙ্গাইল প্রতিনিধি মে ৮, ২০২৫, ০৭:২৩ পিএম
মির্জাপুরে লোবেটের পিছনে পিকআপের ধাক্কা, চালকসহ ৩ জন নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে লোবেটের গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের পেছনে থাক্কা দিয়ে উল্টে যায় পিকআপটি। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আইএ

Wordbridge School
Link copied!