• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুমিল্লায় ঝড়ো বাতাসে বরুড়া উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন


কুমিল্লা প্রতিনিধি মে ৩০, ২০২৫, ০৩:৪৯ পিএম
কুমিল্লায় ঝড়ো বাতাসে বরুড়া উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

কুমিল্লা: ঝড়ো বাতাসে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। 

এতে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে ঝড়ের সময় খুঁটিগুলো উপড়ে পড়ার ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, খুঁটি উপড়ে পড়ার ঘটনায় বরুড়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার সুষুন্ডা এলাকায়ও একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ পড়ে সেটি ভেঙে পড়েছে।

সংবাদকর্মী হাসিবুল ইসলাম সজিব জানান, তার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি এলাকায়। তিনি শহরে থাকলেও সকাল ৮টা থেকে বাড়িতে মোবাইল করে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন, মধ্যরাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই। খুঁটি উপড়ে পড়ায় মোবাইল টাওয়ারগুলোতেও নেটওয়ার্ক সমস্যার সৃষ্টি হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১, বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ জানান, শুক্রবার বিকেল পর্যন্ত পুরো সংযোগ মেরামতের কাজ শেষ হতে পারে। 

আহসান উল্লাহ আরও বলেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনটি খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সকালেই খুঁটিগুলো সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। এছাড়া সেখানে একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারকে খবর দেওয়া হয়েছে, তারা এসে পুরো লাইন মেরামত করবে। তবে এখনও ক্ষয়ক্ষতির পুরো তথ্য পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, তিনি বরুড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।    

এআর

Wordbridge School
Link copied!