• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার 


লক্ষ্মীপুর প্রতিনিধি জুন ২, ২০২৫, ১০:১৭ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার 

লক্ষ্মীপুর: অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ জুন) রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে রাসেল ও দত্তপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। অপরদিকে ইসমাইল হোসেন (ওরফে) বেলজিয়াম সুমন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়পুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, রাসেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ, মাদক ও চুরিসহ কয়েকটি মামলা রয়েছে। 

তিনি এ মামলায় মাথায় নিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আর বেলজিয়াম সুমন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এআর

Wordbridge School
Link copied!