• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুয়াকাটায় ইউএনও‍‍`র বিরুদ্ধে ঝাড়ু মিছিল


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি জুন ৩, ২০২৫, ১০:২৭ পিএম
কুয়াকাটায় ইউএনও‍‍`র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

পটুয়াখালী: কুয়াকাটায় উপজেলা প্রশাসন কতৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সৈকতের স্টুডিও'র মালামাল জব্দ ও ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছে ফটোগ্রাফাররা। এসময় মিছিলকারীরা ইউএনও রবিউল ইসলাম এর পদত্যাগ দাবি করেন। 

জানা গেছে, পর্যটকদের নানা অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা সৈকতে ছবি প্রিন্ট ও ডেলিভারির জন্য স্থাপিত স্টুডিও গত ১ মে বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্টুডিও খোলা রাখার অভিযোগে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কম্পিউটার সহ স্টুডিওর মালামাল জব্দ করে নিয়ে যায়। 

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী এবং মহিপুর থানা পুলিশ। 

এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধা ৭ সাড়ে টায় সৈকতের ফটোগ্রাফার ও স্টুডিও মালিকরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর পদত্যাগ চেয়ে কুয়াকাটা মহাসড়কে ঝাড়ু মিছিল দেয়। এসময় তারা "ইউএনও'র দুই গালে জোতা মারো তালে তালে" এমন স্লোগান দিতে শোনা গেছে।

সৈকতের স্টুডিও মালিক দোজাহান শেখ, কাওসার হাওলাদার, সোহেল দাবি করেন, তাদের কোন পুর্ব নোটিশ কিংবা সময় না দিয়ে বন্ধ স্টুডিওর তালা ভেঙে মালামাল জব্দের নামে ভাংচুর এবং কম্পিউটার, পিসি নিয়ে যায়। তারা আরো দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে এক প্রকার লুটপাট চালিয়েছে ইউএনও। 

স্টুডিও মালিক ওসমান, ফিরোজ জানান, ২৫ টি স্টুডিও রয়েছে। যেখানে ৩০ টি কম্পিউটার, পিসি, প্রিন্টার, আইপিএস সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ সহ লুট করে নিয়ে যায়। তারা ইউএনওর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বীচ ম্যননেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক স্টুডিও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক স্টুডিও বন্ধের সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ে স্টুডিও বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্টুডিওর মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, সৈকতে ক্যামেরাম্যানদের ছবি তুলতে কোন বাঁধা নেই। এ স্টুডিও বন্ধের মধ্যদিয়ে কমিশন বানিজ্য বন্ধের পাশাপাশি পর্যটক হয়রানি বন্ধ হবে বলে দাবি করেন তিনি। 

এআর

Wordbridge School
Link copied!