ঢাকা : ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে সড়কপথে চলাচলের জন্য ঈদের দিনসহ আগের সাতদিন এবং ঈদ পরবর্তী পাঁচদিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
বুধবার (০৪ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, রাস্তায় তেলের প্রয়োজন হলে যানবাহনগুলোকে ঝামেলায় পড়তে হবে না। পাশাপাশি ঘরমুখী মানুষের দুর্ভোগও লাঘব হবে।
ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে সড়কপথে চলাচলে এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই দিনগুলোতে সিএনজি/ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএস







































