কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৭ মেট্রিক টন সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশ সাথে নিয়ে পরিষদের পাশে বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করে।
জানা গেছে, ঈদ উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮ হাজার দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য ভিজিএফ প্রকল্পের প্রায় ৮০ টন চাল বরাদ্দ দেয়া হয়। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সদস্যরা।
সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারে বিভিন্ন গুদামে মজুদ করেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা।
যদিও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমের দাবি, পরিষদের বাইরে অন্য ইউপি সদস্যরা বিক্রি করেছেন এসব স্লিপ।সেনাবাহিনী জানিয়েছে, জব্দ হওয়া চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা হবে। দোষীদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা।স্থানীয়দের দাবি, দোষী সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নেবে প্রশাসন। দু:স্থরা যাতে বঞ্চিত না হয় তাদের প্রাপ্ত থেকে।
এআর







































