• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেনবাগে অস্ত্রের মুখে দুই ব্যবসায়ীকে জিম্মি করে ৭ লাখ মূল্যের ৬ গরু লুট


নোয়াখালী প্রতিনিধি  জুন ৫, ২০২৫, ০৯:০৪ পিএম
সেনবাগে অস্ত্রের মুখে দুই ব্যবসায়ীকে জিম্মি করে ৭ লাখ মূল্যের ৬ গরু লুট

নোয়াখালী: সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির বকশিরহাট বাজার সংলগ্ন কাস্টমের বাড়ির সামনে খামার থেকে অস্ত্রে মুখে জিম্মি করে গরু ব্যবসায়ী আবছার উল্লাহ ৬টি গরু লুট করে নিয়ে গেছে সংবদ্ধ ডাকাতদল। 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে গরুর খামারে থাকা দুই ব্যবসায়ীকে অস্ত্রের মখে জিম্মি করে তাদের হাত পা ও মুখ বেঁধে খামারে থাকা ৬ টি গরু লুট করে নিয়ে যায়।

জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির রফিকপুর গ্রামের হোসেন কন্টাকক্টরের বাড়ির মৃত নুরুল হকে ছেলে আবছার উল্লাহ তার সহপাটিকে নিয়ে ঈদুল আজহা উপলক্ষে গরুর ব্যবসা শুরু করে ২০ গরু ক্রয় করে। এরপর গরুগুলো বকশিরহাট সংলগ্ন কাষ্টমের বাড়ির সামনে অস্থায়ী তাবুতে খামার গড়ে তুলে গরু গুলো বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করে। 

মঙ্গলবার ও বুধবার তাদের গরু গুলো বিক্রি হয়ে যায়। এরমধ্যে ১৪টি গরু ক্রেতা বাড়িতে নিয়ে যায় অপর ৬টি গরু বায়না করে খামারে রেখে যা ক্রেতা।

যা বৃহস্পতিবার সকাল টাকা দিয়ে নিয়ে যাবার কথা ছিলো। কিন্তু এর আগেই গভীর রাতে ডাকাতদর তাদের ৭ লাখ টাকার মুল্যের ৬টি গরু লুট করে নিয়ে যায়। ৬টি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মৌসুমী গরু ব্যবসায়ী আবছার আলী ও তার সহপাঠি।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিবেন বলে জানান,থানার অফিসার ইনচার্জ (ওসি) এসন ম মিজানুর রহমান।

এআর

Wordbridge School
Link copied!