• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ইউএনওর নির্দেশে ফেরত 


লক্ষ্মীপুর প্রতিনিধি জুন ৬, ২০২৫, ০৯:০২ পিএম
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ইউএনওর নির্দেশে ফেরত 

লক্ষ্মীপুর: ঈদে ঘরমুখো বাসযাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য হয়েছে বাস চালকরা। 

শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ টাকা ফেরত দিতে হয়েছে। এসময় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের হয়রানি না করতে বাস চালক ও হেলপারদের সতর্ক করা হয়েছে। 

নোয়াখালী র‍্যাব-১১ এর সহায়তায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা এ অভিযান চালান। অভিযানে চট্রগ্রাম থেকে মজুচৌধুরীর হাটে আসা সোহাগ পরিবহন ও সানিয়া ক্লাসিক নামে দুটি পরিবহনের অর্ধশতাধিক যাত্রীর অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য হয়েছে। চট্রগ্রাম থেকে বাস যোগে আসা এসব যাত্রীরা লঞ্চযোগে মজুচৌধুরীর হাট থেকে বরিশাল-ভোলার উদ্দেশ্য রওনা হয়। 

সোহাগ পরিবহনের যাত্রী রিমু আক্তার বলেন, স্বাভাবিক সময়ে সাড়ে ৪শ টাকার ভাড়া ঈদের অজুহাত দিয়ে সাতশ টাকা করে নেওয়া হয়েছে। র‍্যাবের অভিযানে তিনি বাড়তি ভাড়া ফেরত পেয়েছেন। 

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, ঈদের কারণে বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে- এমন অভিযোগে আমরা মজুচৌধুরীর হাট বাস টার্মিনালে অভিযান চালিয়েছি। 

যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা বাস কর্তৃপক্ষকে সতর্ক করেছি, যাতে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। 

যেহেতু চট্টগ্রামের কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছে, ভাড়াগুলো ওই কাউন্টারে আদায় করা হয়েছে। তাই এখানে বাস চালককে জরিমানা করা হয়নি। সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে যাতে যাত্রীরা ঘরে ফিরতে পারে, প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে। 

এআর

Wordbridge School
Link copied!