• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:২৮ এএম
মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আজ শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন ছাত্র-জনতা। মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।

সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ শাহবাগে এসে জড়ো হচ্ছেন। কেউ সংগঠিত মিছিল নিয়ে আসছেন, আবার অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এসে প্রতিবাদে অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ও ব্যানার দেখা গেছে।

শাহবাগে বিক্ষুব্ধ জনতার মুখে শোনা যাচ্ছে— “ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও,” “এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না,” “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,” “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”—এমন নানা প্রতিবাদী স্লোগান।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

হাদির মৃত্যুতে অন্তর্বর্তী সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এম

Wordbridge School
Link copied!