• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুমিল্লায় ১০ টাকায় ঈদ আনন্দ 


কুমিল্লা প্রতিনিধি জুন ৬, ২০২৫, ০৯:০৪ পিএম
কুমিল্লায় ১০ টাকায় ঈদ আনন্দ 

কুমিল্লা: মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়নে শতাধিক অসহায় ও নিঃস্ব পরিবারের মাঝে ১০ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (৬ জুন) সকালে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

প্রবাসী, স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত দেবপুর ফাউন্ডেশন ঈদুল আজহা উপলক্ষে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন।

১০ টাকায় বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাচাহার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, নরহরিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মৌলভী সুলতান আহমেদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবপুর  ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য  মশিউল আলম মাসুদ, সাইফুল ইসলাম, শাফায়েত উল্লাহ, আব্দুল হালিম, কামরুল হাসান সুমন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান রাফি, সেলিম সজীব, মহিদুর রহমান রাজন, ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ আহমেদ ও সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন সাইমন। ১০ টাকার ঈদ বাজারের প্যাকেজে ছিল এক কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, এক লিটার সয়াবিন তেল, ২ কেজি ওজনের একটি মুরগি, ১ প্যাকেট মসলা, এক কেজি আলু।

এলাকায় খোঁজ নিয়ে অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষ চিহ্নিত করে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দশ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী পেয়ে খুশি স্থানীয় লোকজন।

ভিক্ষা করে সংসার চালানো একজন বলেন, ‘এ ঈদ সামগ্রী পেয়ে আমি অনেক খুশি। পরিবার নিয়ে খেয়ে দেয়ে এই ঈদটা কাটাতে পারব।’

দেবপুর ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলেন, ‘সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে দেওয়ার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমাদের এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।’

এআর

Wordbridge School
Link copied!