বরিশাল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটিকে কেন্দ্র করে নতুন প্রাণ পেয়েছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ ভিড় করেছেন শহরের নানা বিনোদন স্পটে। নগরীর প্রতিটি পার্ক যেন রূপ নিয়েছে উৎসবমুখর জনসমুদ্রে।
ঈদের ছুটিকে কেন্দ্র করে নগরীর বিলেস পার্ক, প্লাটিন পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক এবং ত্রিশ গোডাউনসহ আশপাশের চরবাড়িয়া নদীর পাড়ের বিনোদন স্পটগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুধুমাত্র নগরবাসী নয়, বরিশাল জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকেও বহু মানুষ ছুটে এসেছেন বরিশালের নানা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। দর্শনার্থীদের মধ্যে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের সাথে ছিলেন অভিভাবকরাও। সকলে মিলে কাটিয়েছেন আনন্দঘন মুহূর্ত।
দর্শনার্থী রুহুল আমিন বলেন, সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই ছুটিতে পরিবার নিয়ে একটু সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।
আরেক দর্শনার্থী রিমা বেগম জানান, আমার বাচ্চারা অনেক খুশি। খেলাধুলা করছে, ঘুরছে। আমরা বড়রাও কিছুটা শান্তি পাচ্ছি।
দর্শনার্থীরা বলেন, ঈদের সময়টাই একমাত্র সুযোগ যখন তারা পরিবার নিয়ে নির্ভারভাবে সময় কাটাতে পারেন। এই আনন্দ তাদের সারা বছরের ক্লান্তি দূর করে দেয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে মানুষজন যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পারে, সেজন্য আমরা বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছি। সবকিছু সুন্দরভাবে চলছে।
দর্শনার্থীরা আশাবাদী, এই ঈদের মত উৎসবমুখর পরিবেশ বরিশালে প্রতি ছুটিতেই ফিরবে। পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটানোর সুযোগ যেন সবার জন্য নিয়মিত হয়ে দাঁড়ায় এটাই তাদের প্রত্যাশা।
এআর







































