নোয়াখালী: যুক্তরাজ্য (লন্ডন) ভিত্তিত স্বেচ্চাসেবী সংগঠন উম্মে কাইন্ডের পক্ষ থেকে নোয়াখালীর সেনবাগে ৪টি গরু কোরবানি করে কোরবানিকৃত গরুর গোস্ত ২ শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের লোকজনের মাঝে বিতরণ করেছে।
যুক্তরাজ্য প্রবাসী আবদু হক আলোর সার্বিক সহযোগীতায় বাংলাদেশে গরুগুলো কোরবানি করে এর গোস্ত অসহায়-দুঃস্থ লোকজনের মাঝে বিতরণ করা হয়।
সেনবাগে ঈদে দ্বিতীয় দিন রোববার দুইটি ও এর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের দিন শুক্রবার (৬জুন) সকালে আরো দুইটি কোরবানি করে কোরবানিকৃত গরুর গোস্তগুলো স্বেচ্চাসেবীদের মাধ্যমে তালিকা করে দুই শতাধিক অসহায় পরিবারের
বাড়ি বাড়ি পৌছে দেয় স্বেচ্চাসেবীরা।
সংগঠনের কোষাধক্ষ্য মো. ইসমাইল হোসেন জানান, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ৪টি গ্রাম শায়েস্তানগর, ফতেহপুর, আজিজপুর ও ইয়ারপুর গ্রামে যারা কোরবানি দিতে পারেনি এমন দুই শতাধিক অসহায় পরিবারের তালিকা করে উম্মে কাইন্ড। এরপর গরুগলো কোরবানি করে গোস্তগুলো তালিকা করা পরিবার গুলোর হাতে তুলে দেওয়া হয়।
এআর







































