• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫


দিনাজপুর (হিলি) প্রতিনিধি জুন ১৪, ২০২৫, ০৯:৫৯ এএম
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

দিনাজপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিহতদের তিন জনের নাম ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন- পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনা সদস্য এরশাদ হোসেন (রাসেদ)(২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫), বাসের হেলপার নওগা সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)। বাকি দুইজনের শনাক্ত চেষ্টা চলছে।তারা সবাই বাসের বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!