• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে


পিরোজপুর প্রতিনিধি  জুন ১৭, ২০২৫, ০৯:১৪ পিএম
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে

পিরোজপুর: ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি এখন কারাগারে। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আসামি আমিন হাওলাদার পিরোজপুর জেলা মাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন নাকোচ করে তাকে কারাগারে প্রেরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। আমিন হাওলাদার উপজেলার হেতালিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। 

ভুক্তভোগী সাইফুল ও তার পরিবার জানায়, গত ২৪ সালের ২৪ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত্র বিরোধের জের ধরে প্রতিবেশী সাইফুল ইসলাম (৩২), তার ভাই হাফেজ আবু সাঈদ (২২) ও তার পিতা আব্দুল মালেক হাওলাদার (৮২) এর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালায় আমিন হাওলাদার (৪৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩৮)সহ একদল সন্ত্রাসী। 

এতে মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন সাইফুল ইসলাম। বাম পায়ের উরু সন্ধিস্থল এর নিচ থেকে সম্পূর্ণরূপে ভেঙে যায় আব্দুল মালেক হাওলাদার। 

এছাড়া সকলে বিভিন্ন অংশে মারাত্মকভাবে আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎকরা। 

উল্লেখ্য: আহত হাফেজ আবু সাঈদ বাদী হয়ে ২০২৫ সালের ১ জানুয়ারি ভান্ডারিয়া থানায় বিবাদী আমিন হাওলাদারকে প্রধান আসামি করে আরো ১৪ জন আসামির নাম উল্লেখ করে মামলা করেন। 

এআর

Wordbridge School
Link copied!