• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:২১ এএম
ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

ফাইল ছবি

নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) ফের চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে।

ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওইদিন দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের সব ধরনের সেবা স্থগিত করা হয়েছিল।

এদিকে, একই দিনে ঘটনার প্রায় দুই ঘণ্টা আগেই বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্র বলছে, ওই বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি ও দূতাবাস সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এম

Wordbridge School
Link copied!