• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই কেজি ৮শ গ্রামের ইলিশ দেখতে ভিড়


বরিশাল প্রতিনিধি: জুন ২৬, ২০২৫, ০৭:৪২ পিএম
দুই কেজি ৮শ গ্রামের ইলিশ দেখতে ভিড়

বারিশাল: বরিশালে দুই কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। বৃহস্পতিবার সকালে নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ক্রেতা-বিক্রেতারা ইলিশটি দেখতে ভিড় করেন।

ইলিশের ক্রেতা ব্যবসায়ী আমজাদ তালুকদার বলেন, ছোটবেলায় বড় সাইজের এমন ইলিশ খুব সহজেই পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে বড় ইলিশ খুব সহজে পাওয়া যায় না। ইলিশটি কিনতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

মাছ ব্যবসায়ী মিলন সিকদার বলেন, বর্তমানে বড় সাইজের ইলিশ কম। তারপরও মাঝে মধ্যে দুই-একটি বড় সাইজের ইলিশ উঠছে জেলেদের জালে; কিন্তু এ মৌসুমে এর আগে এত বড় ইলিশের দেখা মেলেনি।

আইএ

Wordbridge School
Link copied!