• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন 


চুয়াডাঙ্গা প্রতিনিধি জুলাই ৪, ২০২৫, ০৭:৫৪ পিএম
ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন 

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫ টা ৩৮ মিনিটের সময় উথলী রেলস্টেশনের আপপয়েন্টে এ ঘটনা ঘটেছে।

উথলী স্টেশন মাষ্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনের দাঁড়িয়ে ছিলো। রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

ট্রেনটি ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। 

ইতোমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ব্রেকগার্ডটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। 

এআর

Wordbridge School
Link copied!