• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা ও তারেকের নিরাপত্তার দায়িত্বে কে এই শামছুল?


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:০৯ পিএম
খালেদা ও তারেকের নিরাপত্তার দায়িত্বে কে এই শামছুল?

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা তত্ত্বাবধানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আগেও বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শরীরে আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তাই বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনও অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

এদিকে খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই হাসপাতালে যাওয়া-আসা করছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি চিকিৎসার পাশাপাশি সব কার্যক্রম তদারকিও করছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!