• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাঙ্গাইলে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫


টাঙ্গাইল প্রতিনিধি আগস্ট ২, ২০২৫, ০৭:৫১ পিএম
টাঙ্গাইলে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল : টাঙ্গাইলে কিলার গ্যাং এর প্যাডে চিঠি দিয়ে মাছ ব্যাবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি'র তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে  টাঙ্গাইলের পৌর শহরের সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী,  সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। এছাড়াও একই এলাকার আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া নামের দু'জনকেও গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কোন রাজনৈতিক পরিচয় জানা নেই বলেও জানান ওই কর্মকর্তা। 

এদিকে বিএনপি'র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ।  সবুজের দাবি বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিত ও  ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষের মাছ ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা এক ব্যক্তি চিঠি দিয়ে আসে। পরে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সকল ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। চিঠিতে রোববারের (৩ আগস্ট) মধ্যে দাবিকৃত ৫ লাখ টাকা চিঠির উল্লেখিত স্থানে না রাখলে হত্যা করে মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়।

পিএস

Wordbridge School
Link copied!