• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন


টাঙ্গাইল প্রতিনিধি আগস্ট ৮, ২০২৫, ০৭:৫০ পিএম
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল : ঢাকার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীম আল মামুন।

এসময় বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

পিএস

Wordbridge School
Link copied!