• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে কাউকে ছাড় নয় : ধর্ম উপদেষ্টা 


কিশোরগঞ্জ প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০২:৪৭ পিএম
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে কাউকে ছাড় নয় : ধর্ম উপদেষ্টা 

কিশোরগঞ্জ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ৯টায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, এরইমধ্যে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

প্রতিটি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে হামলাকারী শনাক্ত করা সহজ হবে। তবে সামাজিক সচেতনতা সবচেয়ে জরুরি, কারণ প্রতিটি মাজারে পুলিশ মোতায়েন সম্ভব নয়।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, পাগলা মসজিদের ৯০ কোটি ৬৪ লাখ টাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে, যার লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়। এরইমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তিনি প্রস্তাব করেছেন দরিদ্র শিক্ষার্থীদেরও এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।

পিএস

Wordbridge School
Link copied!