• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ


গোপালগঞ্জ প্রতিনিধি  আগস্ট ২১, ২০২৫, ০৭:০৪ পিএম
সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতা হলেন—চর গোপালপুর গ্রামের মৃত সুলতান শিকদারের ছেলে মো. রহমান শিকদার (৫০)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে রহমান শিকদার নেতা বলেন, গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।

পিএস

Wordbridge School
Link copied!