• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


গোপালগঞ্জ প্রতিনিধি  আগস্ট ২৫, ২০২৫, ০৫:৪৯ পিএম
কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ  : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রলীগ নেতা নাজমুল হুদা চাঁদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজমুল হুদা চাঁদ কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং কোটালীপাড়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে নাজমুল হুদা চাঁদকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “নাজমুল হুদা চাঁদ ১৬ জুলাইয়ের বিক্ষোভে সামনের সারিতে ছিলেন এবং সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মামলার ৫২ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পিএস

Wordbridge School
Link copied!