• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি ঘর পেয়ে মিষ্টি বিতরণ করলো হিজরা জনগোষ্ঠী


লালমনিরহাট প্রতিনিধি আগস্ট ৩১, ২০২৫, ০৮:১৩ পিএম
সরকারি ঘর পেয়ে মিষ্টি বিতরণ করলো হিজরা জনগোষ্ঠী

লালমনিরহাট: সরকারি ঘর পেয়ে এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছে লালমনিরহাটের হিজরা জনগোষ্ঠী।

রোববার জেলার আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার তিন লক্ষাধিক টাকা ব্যয়ে নবনির্মিত সরকারি এসব ঘর বিতরণ করার পর পরেই তারা আনন্দে মিষ্টি বিতরণ করেন। 

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজকল্যাণ পরিষদ এর আওতায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার রোমানুল ইসলাম (মোহনা) নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির নামে একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়। দুই শতাংশ জমির ওপর দুইরুম ও একটি বাথরুম বিশিষ্ট বাড়িটিতে ব্যয় হয়েছে মোট ৩ লাখ ০৪ হাজার টাকা।

লালমনিরহাট জেলা সমাজকল্যাণ কমিটির তদারকিতে আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের মাধ্যমে অল্প সময়ে বাড়িটি নির্মাণ করা হয়।

এদিকে সমাজের সুবিধা বঞ্চিত ওই হিজরা জনগোষ্ঠীরা সরকারি পাকা ঘর পেয়ে আনন্দে আত্মহারা। তারা ঘর পেয়ে খুশি হয়ে এলাকার সকল শ্রেণীপেশার মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় হিজরা জনগোষ্ঠীর গুরুমাতা আকাশি খান জানান, আমরা ছন্নছাড়া জিবন যাপন করি। দেশের বিভিন্ন স্থানে আমরা থাকি। 

আমরা রেললাইনে বা ঘর ভাড়া করে একসঙ্গে গাদাগাদি করে থাকি। আমাদের কোনো ঘরবাড়ি নেই। সরকার আমাদের ঘর করে দিয়েছেন। আমরা কয়েকজন মিলে ওই ঘরে থাকবো। আমাদের ঠিকানা হয়েছে - এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি অন্যান্য হিজরা জনগোষ্ঠীকেও পুনর্বাসনের দাবি জানান।

আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, জেলা সমাজকল্যাণ কমিটির তদারকিতে আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বাড়িটি নির্মাণ করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজকল্যাণ পরিষদ এর আওতায় উপজেলার তৃতীয় লিঙ্গের রোমানুল ইসলামকে (মোহনা) তিন লক্ষাধিক টাকা ব্যয়ে দুই শতাংশ জমির ওপর দুইরুম ও একটি বাথরুম বিশিষ্ট ঘর করে দেওয়া হয়েছে। এ প্রকল্প চালু রয়েছে বলেও তিনি জানান।

এআর

Wordbridge School
Link copied!