ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার গাজিরহাট এলাকার একটি বেইলী ব্রিজের সংযোগ সড়কে তৈরি হওয়া গর্তে দুর্ঘটনা রোধে লাল নিশান টাঙিয়ে সবাইকে চমকে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী। তাদের এই সচেতনতা ও উদ্যোগের ফলে দ্রুত সড়ক বিভাগ সেখানে সংস্কার কাজ শেষ করেছে। তাদের বুদ্ধিমত্তায় বেশ প্রশংসিত হচ্ছে।
গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বৃষ্টিতে সৃষ্ট একটি বড় গর্ত কয়েকদিন ধরে স্থানীয়দের জন্য ছিল ভয়াবহ বিপদের কারণ। গাড়ি ও পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিষয়টি নজরে আসে প্রাইমারি স্কুলের ছাত্র জারিফ হাওলাদার, আমিন সিকদার, তাওহীদ ও আবদুল্লাহ’র। তারা সবাই ৪৯ নং দক্ষিণ পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ক্ষুদে এই শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগ নিয়ে গর্তের পাশে লাল কাপড়ের নিশান বেঁধে দেন, যাতে চালক ও পথচারীরা দূর থেকে বিপদ বুঝতে পারেন। বিষয়টি সাংবাদিক আমিনুল ইসলামের নজরে এলে তিনি তা নিয়ে সংবাদ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট সড়ক বিভাগ দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে।
গাজিরহাট স্কুলের শিক্ষকরা বলেন, ‘আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের এই সচেতনতামূলক কাজ দেখে। ওদের মতো ছোটরা যদি এমনভাবে দায়িত্ব নেয়, তাহলে সমাজে বড়দেরও শেখার আছে অনেক কিছু’।
এদিকে শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার ঝড় উঠেছে। এলাকাবাসী বলছেন, শুধু লেখাপড়া নয়, শিশুদের এই ধরনের সামাজিক সচেতনতামূলক কাজে সম্পৃক্ততা আগামী প্রজন্মকে গড়তে বড় ভূমিকা রাখবে।
পিএস







































