গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০.৩০টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফতাব উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে উপজেলা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানি উপজেলার ৪৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১ম স্থান অধিকারী ৪৩৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এআর







































