• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাদের পানি পড়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন


গোপালগঞ্জ প্রতিনিধি  সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৪ পিএম
ছাদের পানি পড়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতবাড়ির ছাদের পানি পড়া নিয়ে বিরোধের জেরে আপন ভাইদের লাঠির আঘাতে আনন্দ ঘোষ (৪৫) নামে অপর ভাই নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ ঘোষ উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী।

নিহতের স্ত্রী মিতা ঘোষ জানান, সেদিন বৃষ্টির পর রাতে তার দেবর ও ভাসুররা বাড়িতে এসে স্বামীকে মারধর করে হত্যা করে।

প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, ছাদের পানি পড়া নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কেউ সিদ্ধান্ত মানেনি। শেষ পর্যন্ত সামান্য বিষয় নিয়ে ভাই-ভাতিজাদের হাতে আনন্দের জীবন দিতে হলো।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ছাদের পানি পড়া নিয়ে দীর্ঘদিন ধরে আনন্দ ঘোষের সঙ্গে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের বিরোধ চলছিল। ঘটনার দিন বৃষ্টি হওয়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ, কালা, যুগল ঘোষ, ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিটিয়ে আনন্দ ঘোষকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিএস

Wordbridge School
Link copied!