• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন দিলো ক্ষুব্ধ জনতা


মুন্সিগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৯:৪৯ পিএম
মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন দিলো ক্ষুব্ধ জনতা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক মাদ্রাসা ছাত্রী বাসচাপায় নিহত হয়েছেন। নিহত আরবি (৬) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা বাসটি বেপরোয়া গতিতে চলছিল। পথিমধ্যে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় ছোট্ট আরবিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক জামাল পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, জামাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় বাস চালিয়ে আসছে। তার বেপরোয়া আচরণ নিয়ে বহুবার অভিযোগ উঠলেও প্রশাসনের কোনো উদ্যোগ হয়নি। ক্ষুব্ধ জনতা বলেন, ‘মাদকাসক্ত একজন মানুষ কীভাবে বারবার বাস চালাতে পারে, সেটাই বড় প্রশ্ন। প্রশাসন ব্যবস্থা নিলে আজ একটি নিষ্পাপ শিশুর জীবন চলে যেত না।’

ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘বাসচাপায় ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। চালক পালিয়েছে। স্থানীয়দের ক্ষোভে বাসে আগুন দেওয়া হলেও আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় তা নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

তবে প্রশ্ন থেকে যাচ্ছে, শিশুদের জীবন এভাবে বারবার ঝরে পড়বে, আর প্রশাসন কেন নিরব দর্শক হয়ে থাকবে? মাদকাসক্ত চালকের হাতে কেন মানুষের জীবন জিম্মি হয়ে থাকবে? এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো সড়কে নিরাপত্তাহীনতা, নজরদারির অভাব এবং প্রশাসনিক ব্যর্থতা শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।

এসএইচ

Wordbridge School
Link copied!