• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অর্থের অভাবে থেমে আছে রাজিয়ার চিকিৎসা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ০২:০২ পিএম
অর্থের অভাবে থেমে আছে রাজিয়ার চিকিৎসা

ছবি: সোনালীনিউজ

মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যু আতঙ্কে দিন কাটছে বরিশালের ভাটার খাল এলাকার রাজিয়া আক্তারের। যক্ষ্মা ও ফুসফুসে পানি জমে যাওয়ার জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন বিছানায় অচল হয়ে পড়ে আছেন। চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও পরিবারটির হাতে নেই প্রয়োজনীয় অর্থ।

রাজিয়া বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের ভাটার খাল বস্তি এলাকার বাসিন্দা। দিনমজুর বাবার একমাত্র ভরসা ছিল মেয়ের সুস্থতা। প্রায় পাঁচ মাস আগে হঠাৎ জ্বর ও কাশিতে ভুগতে শুরু করেন রাজিয়া। স্থানীয় ফার্মেসির ওষুধে জ্বর কিছুটা কমলেও কাশি আর থামেনি। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে, তিনি যক্ষ্মায় (টিবি) আক্রান্ত।

চিকিৎসা চলতে চলতেই রাজিয়ার ফুসফুসে পানি জমে যায়। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু চরম অভাবের কারণে অপারেশন করানো তো দূরের কথা, নিয়মিত ওষুধ চালানোও কঠিন হয়ে উঠেছে পরিবারের জন্য।

মাত্র ১৪ বছর বয়সে রাজিয়াকে বিয়ে দেন তাঁর বাবা। বিয়ের পর থেকেই চলতে থাকে নির্যাতন। এরপর টিবি ধরা পড়লে স্বামী সন্তানসহ তাঁকে ছেড়ে চলে যান। এখন মেয়ের মুখটিও দেখতে পান না রাজিয়া। মায়ের জন্য এ কষ্ট অসহনীয়।

রাজিয়ার বাবা আবদুল রাজ্জাক ফকির এখন বয়সের ভারে ভ্যান চালাতেও পারছেন না। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে যা ছিল, সব শেষ হয়ে গেছে। অথচ মেয়েটি দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে। এখন পরিবারটির একমাত্র ভরসা-মানবিক সহায়তা।

চিকিৎসকেরা বলছেন, ফুসফুসের টিবি একটি দীর্ঘমেয়াদি সংক্রমণজনিত রোগ। নিয়মিত ওষুধ ও সময়মতো চিকিৎসা নিলে পুরোপুরি সেরে ওঠা সম্ভব। তবে এতে খরচ তুলনামূলক বেশি। বিশেষ করে ফুসফুসে পানি জমে গেলে তা অপারেশন ছাড়া ঠিক হওয়া কঠিন।

রাজিয়ার বাবা রাজ্জাক ফকির বলছেন, তাঁরা আর কোনোভাবেই চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। মেয়ের জীবন বাঁচাতে তিনি সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছেন। রাজিয়ার চিকিৎসায় সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- ০১৭৬২-৫৫২৮৭৯ (আব্দুল রাজ্জাক ফকির)।

এসএইচ
 

Wordbridge School
Link copied!