ছবি: প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নকল অস্ত্রসহ মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সম্মান এলাকায় রিপনের বাসায় অভিযান চালানো হয়।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, অভিযানে তার বাসা থেকে ৩০ লাখ টাকা মূল্যের দেশি এবং প্রায় ৬০ লাখ টাকার বিদেশি জাল নোটসহ মোট ১ কোটি টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও, ৫টি নকল বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড নকল গুলিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেছেন, তিনি কয়েক মাস ধরে অনলাইনে জাল টাকা ও নকল অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিলেন। এছাড়াও ভুয়া কুরিয়ার ডেলিভারির স্লিপ দেখিয়ে বিভিন্ন সময় অগ্রিম অর্থ আদায় করতেন এবং পরে মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন।
রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএইচ







































