• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদ্রাসায় পৌঁছে দেয়ার কথা বলে বনে নিয়ে ধর্ষণ, শ্রমিক দল নেতা বহিষ্কার  


টাঙ্গাইল প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৫৯ পিএম
মাদ্রাসায় পৌঁছে দেয়ার কথা বলে বনে নিয়ে ধর্ষণ, শ্রমিক দল নেতা বহিষ্কার   

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে বনের ভেতর নিয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তের নাম ফজলুল হক (৪০)। তিনি উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার আমজাদ আলীর ছেলে এবং দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে ফজলুল হককে একমাত্র আসামি করে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ শিশুটিকে টাঙ্গাইল পাঠিয়েছে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য।

মামলার বিবরণ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফজলুল হক শিশুটির চাচাতো মামা। মঙ্গলবার ভোরে তিনি শিশুটিকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পথে ফুঁসলিয়ে একটি বনের ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি মাদ্রাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয়। তখন শিশুটি ঘটনাটি জানায়।

মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, শিশুটি আমাদের সামনে শারীরিক নির্যাতনের কথা জানিয়েছে। আমরা বিষয়টি পরিবার ও প্রশাসনকে জানিয়েছি।

শিশুটির নানা মাওলানা জোবায়েরও ঘটনার সত্যতা স্বীকার করেন।

তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, শিশুটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা বলেছে। মামলার পর তাকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আসামি পলাতক, তাকে ধরতে অভিযান চলছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিন ও সদস্য সচিব বাবুল মিয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ফজলুল হককে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!