• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম প্রশাসনের নতুন মুখ সাইফুল ইসলাম, যোগ দিচ্ছেন রোববার


চট্রগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৮, ২০২৫, ০৮:১৩ পিএম
চট্টগ্রাম প্রশাসনের নতুন মুখ সাইফুল ইসলাম, যোগ দিচ্ছেন রোববার

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিচ্ছেন সাইফুল ইসলাম। আগামীকাল রোববার তিনি চট্টগ্রামে কর্মস্থলে যোগ দেবেন। এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে বরিশাল বিভাগে যোগদানের মাধ্যমে সরকারি চাকরিজীবন শুরু করেন। এরপর পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি ফেনীর জেলা প্রশাসক ছিলেন।

চট্টগ্রামে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, এখানকার উন্নয়ন ও প্রশাসনিক চ্যালেঞ্জও তাই ভিন্ন মাত্রার। প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ড যেন জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে গড়ে ওঠে—সেই লক্ষ্যেই কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘উন্নয়ন, সেবা ও স্বচ্ছতা—এই তিনটি দিককে কেন্দ্র করে একটি সেবামুখী ও নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করব।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!