• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘জয় বাংলা’ স্লোগন: জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৮, ২০২৫, ০৮:২৮ পিএম
‘জয় বাংলা’ স্লোগন: জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আনিসুজ্জামান চৌধুরী রনি, রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, এম এ কাইয়ুম শাহ, রেজাউল করিম অনিস, অসীম কুমার দেব, আমিন শরীফ, মাস্টার মো. ইদ্রিচ, ইয়াছিন হিরু, কাজী মোজাম্মেল হক, মহসিন আলম, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার, শিহাবুজ্জামান (সিহাব উদ্দিন), জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), শাহাজাদা এস এম মহিউদ্দিন, জসিম উদ্দিন আমজাদি, এম এ হান্নান চৌধুরী মঞ্জু, অজিজুল হক চৌধুরী নসু, সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) এবং রনি বলসহ আরও অনেকে।

এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে মিছিল বের করেন।

তাদের হাতে ছিল লাঠি, রড, ইটপাটকেল ও ধারালো অস্ত্র। মিছিলে তারা ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী স্লোগান দেন এবং আশপাশের এলাকায় প্রদক্ষিণ করেন।

পরে রাত ৯টা ৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়-আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ। ঘটনাস্থল থেকে পুলিশ ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, দুটি লোহার দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘আজ সকালে মামলাটি রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এসএইচ

Wordbridge School
Link copied!