• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

‘সরকার ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলব বিভাগ কুমিল্লা’


জেলা প্রতিনিধি অক্টোবর ১৮, ২০২৫, ১১:০৬ পিএম
‘সরকার ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলব বিভাগ কুমিল্লা’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সরকারের বিলম্ব আর সহ্য করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে ‘আমরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব—জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে ‘দফা একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই’ স্লোগানে আয়োজিত সর্বদলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হাজী ইয়াছিন বলেন, ‘কুমিল্লাবাসীর বহু বছরের দাবি—নিজস্ব নামেই একটি বিভাগ। অথচ বিগত সরকারগুলো রাজনৈতিক স্বার্থে বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছে। এবার সময় এসেছে দাবি আদায়ের। বর্তমান সরকার যদি দ্রুত ঘোষণা না দেয়, আমরা বৃহত্তর কুমিল্লাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের পথে যাব।’

সর্বদলীয় এ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল কাশেম হৃদয়। এতে আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

কুমিল্লা বিভাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকেও শত শত মানুষ এসে সমাবেশে যোগ দেন।

হাজারো মানুষের অংশগ্রহণে কান্দিরপাড় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাগরিবের নামাজের আগে আবেগঘন পরিবেশে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এম

Wordbridge School
Link copied!