• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপ


কিশোরগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৫, ০৬:১০ পিএম
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অবরোধ কর্মসূচির সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথে এই বিক্ষোভ কর্মসূচি চালান।

অবরোধের এক পর্যায়ে ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন ছাড়ার চেষ্টা করলে অবরোধকারীরা সেটি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহম্মেদ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিল এবং চলাচলের চেষ্টা করলে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে।

তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।'

উল্লেখ্য, ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রোববার সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবারও ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধের পরিকল্পনা রয়েছে।

এসএইচ


 

Wordbridge School
Link copied!