• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনসিপির সভায় ছাত্রলীগ-জামায়াত নেতা, তোপের মুখে সারজিস


মানিকগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৩২ পিএম
এনসিপির সভায় ছাত্রলীগ-জামায়াত নেতা, তোপের মুখে সারজিস

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দুই নেতার মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে উত্তরাঞ্চলের সমন্বয় সভা চলাকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভার মঞ্চে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও জামায়াতের নেতাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। তিনি প্রশ্ন তোলেন, ‘এনসিপির মঞ্চে ছাত্রলীগের দালাল কেন? জামায়াত কেন?’

এই সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে থামতে বলেন। সারজিস আলম বলেন, ‘আপনার কথা পরে শুনব, আপনি সভার পরে কথা বলেন।’

তবে ওমর ফারুক তখনই প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমরা এখানকার স্টেকহোল্ডার। আমাদের বাদ দিয়ে যদি দালালদের জায়গা দেওয়া হয়, তাহলে আমরা কথা বলবই।’

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সারজিস আলম পাল্টা বলেন, “জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না? মনে হচ্ছে, আপনি-ই সমস্যা।”

পরে সারজিস আলম ও ওমর ফারুককে উপস্থিত নেতারা হলরুমের এক পাশে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে আবারও উচ্চবাচ্য হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সারজিস আলম সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেন। এতে সাংবাদিকরা প্রতিবাদ করলে কিছুক্ষণ বিশৃঙ্খলা তৈরি হয়।

পরে পরিস্থিতি শান্ত হলে ওমর ফারুক বলেন, ‘যখন আপনাদের আমাদের দরকার হয়, তখন আমাদের ডাকেন। কিন্তু মঞ্চে দালালদের জায়গা দেন। এটা মেনে নেওয়া যায় না।’

সভাস্থলে উপস্থিত এনসিপির কয়েকজন নেতা বলেন, সভার শেষের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবে উত্তেজনা কাটেনি।

এসএইচ

Wordbridge School
Link copied!